গ্রীষ্ম বর্ষা শরৎ ছুটে  
হেমন্ত এলো হলুদ কোটে।
ক্ষেতে ক্ষেতে সোনা ঝরে  
আনন্দ আজ চাষির ঘরে।
ধানের ন্যাড়া সারি সারি
চাষির মাথায় বোঝা ভারী ।
চার গরুতে মাড়ায় ধান  
খুশিতে তাই গাইছে গান।
নবান্ন আজ ঘরে ঘরে
রাঁধছে সবাই যতন করে।
কলমি শাখে মুগের ডাল
ঢেকির ছাঁটা নতুন চাল।
সুগন্ধ ভরা বিরনি ভাতে
নতুন ঘি প্রথম পাতে।
গিন্নি করে গ্রামিন পাক্
দুঃখ কষ্ট যতই থাক।