আমি মনের রং দিয়ে
কতো ছবি আঁকি।


যেথায় যতো রং ঢালি
তবু থাকে বাকি।


তুমিও তো নিজে নিজেই
কতো রঙ্গে সাজো।


বুঝেও আমার মনে হয়
তোমায় বুঝিনি আজো।


কখনো তুমি ধারণ করো
কৃষ্ণ চূড়ার লাল।


কখনো সাজো ঝড়ো মেঘে
পালায় বকের পাল।


কখনো আবার ঠান্ডা ঠান্ডা
শুভ্র বরফ সম।


তোমার শীতল পরশে সুজন
হৃদয়  জুড়ায় মম।


২৮-১০-২০১৭ ইং ;
১০ ই কার্তিক  ;  ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
   ভারত।