সেই দিন গুলো দূরে যেতে যেতে
অবশেষে হারিয়েই গেলো একেবারে।
কতো খুঁজে ফিরি, কিছু কিছু দিন
আবছা হয়ে ধরা দেয় বন্ধ চোখের পাতায়।
কিছু দিন এখনো  স্পষ্ট আছে স্মৃতিতে।
আর বাকি গুলোর যে কোথায় কি হল!


পুরনো জঙধরা ট্রাঙ্কে পরিত্যক্ত সামগ্রী,
ফিরিয়ে দিলো কতো হারানো দিনের স্মৃতি,
কতো পাওয়া না পাওয়া সুখ দুঃখে ইতিকথা, ইতিহাস, হ্যাঁ হ্যাঁ বই কিংবা
পান্ডুলিপিতে না লেখা ইতিহাস, আমার
আমাদের ইতিবৃত্ত।


সে ইতিহাসে তোমার জীবাশ্ম নেই।
তুমি থাকবে আগামীদিনের রচনাতে।
এখনই পান্ডুলিপি ধরো আর লিখে যাও..
নাহয় ঝাপ দাও কোনো  দাগ রাখা কাজে।


             **********