বেহায়া পাখী ঐ
ডাকে বারে বারে,
মোর প্রাণ মন বুঝি
চায় কাড়ি বারে।


যা যারে উড়ে তুই
দূর নীল আকাশে,
বাঁধাহীন বনের মাঝে
যারে তুই ভেসে।


সুরেলা এই কুহুর ধ্বনী
কর্ণে গোপনে বাজে।
কি এমন যাদুর আলো
খেলে বক্ষ মাঝে।


বারে বারে বলি তোরে
যারে চলে তুই।
কাঁদাসনা আর পাখী ওরে
তোর চরণ ছুঁই।


রচনাকাল :-
২৬-০৩-২০১৮ ইং
১১ চৈত্র,  ১৪২৪ বাংলা।
ধর্মনগর;উত্তর ত্রিপুরা।
ভারত।