সেই তো আবার চললি পথে
হাতে মিলিয়ে হাত।
মিছে কেনো ঝগড়া বেঁধে
করলি পাড়া মাত।
ঘরের বসন বাসন কোসন
লন্ড ভন্ড যতো।
রাগে অনুরাগে ফুঁসছে দুহে
বর্ণন করি কতো।
পাড়া পড়শি ঘর ঘরনির
ঘুম নেই দুচোখে।
রাত কাটিলো নিদ্রা হীনে
মজলো তোদের দুখে।
হাসি খুশী মজলি রসে
মাতিয়ে ছিলি বাড়ী।
তবে কেন এমন করে
কাটলি দুহে আড়ি।