জানি না, আমি জানি না      
   কেন এতো বিষাদ লাগে
   এই নব বৈশাখী দিনে ।


   এ কি  বিশাল শূন্যতা বিরাজে
   না জানি কি হারানোর ব্যথা
   মোর মনে প্রানে।


   সেই কোকিলের কুহুধ্বনি
    ইষ্টিকুটুম পাখির ডাক
    গাছে গাছে নব পল্লব  ।


    শাখায় শাখায় কত ফুল
    গন্ধরাজ, বেলি, টগর....
    গন্ধে বিভোর হয়ে আছে সব।


    কাল বৈশাখীর ঝড়ের দাপট
    মেঘের গুরু গুরু গরজ
    ক্ষনে ক্ষনে বিদ্যুৎ জ্যোতি।


   সেই রূপ-রস-গন্ধ-বর্ণ
   সবই রয়েছে আজ
   শুধু হারিয়ে গেছে মোর অনুভূতি।


১৮-০৪-২০১৭ ইং,
৪-ঠা বৈশাখ ১৪২৪ বাং ;
ধর্মনগর,উত্তর ত্রিপুরা।