জীবন তরী আজ জীর্ণশীর্ণ,
ভেঙ্গে গেছে তার দেহ।
জীবন সমুদ্রের ক্রমাগত ঢেউ,
জোয়ার ভাঁটা,সুনামি আর
কালবৈশাখীর করাল ঝাপটায়।
সে তরী আজ বিকল,অনড়, অচল।
সমুদ্রের নোনাজল আর বিরামহীন
অভিযানে তার গাত্রদেহ হয়েছে ঝাঁজরা।
প্রতিটি অংশ ঝুরঝুরে।
উদাসীন মাঝির আজ তরী
তীরে আনা দায় ঠেকেছে।
পঁচাত্তর বছরকার মায়া,
খুঁজছে তাই হাতিয়ার!  
যাত্রী বিমুখ,যাত্রী নির্বাক,
যাত্রী নিরস্ত্র আজ মাঝির সাথে.......


বি.দ্র.
(আমার 'মা' আজকের এই ভাঙ্গা তরী,উত্তরোত্তর
দেহের অবনতি, প্যারালাইজড তাই ....)


রচনাকাল :-
১১-০৩-২০১৮ ইং
২৬ ফাল্গুন,  ১৪২৪ বাংলা।
ধর্মনগর;উত্তর ত্রিপুরা।
ভারত।