জীবন মোদের
নদীর জল স্রোত সম।
যখন যে ঘাটে বহে
লাভ করে তার রূপ।
কখনো বন্যার প্রবলধারা,
আবার কখনো শান্ত-
স্নিগ্ধ, মৃদু -মন্থরা।
প্রবল বর্ষণে জলধারা
হয় কদাকার। আবার
ঋৃতু পরিবর্তনের সাথে
সাথে, পুনরায় লাভ
করে আপন স্বচ্ছতা ।
শত শত বছর যাবৎ
বহে চলছে ক্রমেক্রমে ।
জীবনপথেও চলে
অনুরূপ ধারা। কখনো
হাসি, কখনো কান্না।
কখনো সুখ,কখনো শোক।
এ যে নিত্য, এ চিরন্তন সত্য।