আজ আসরে আমি,"কবি লক্ষণ ভান্ডারী"কর্তৃক কাব্য কুসুম কাব্য উপাধি পেলাম। তাঁর উত্তরে আমার আজকের এই নিবেদন.....



একি শব্দ আমায় শুনালে হে গুণী।
কর্ণ স্থির হলো মোর, শুনে সেই বাণী।  
কন্ঠের বাক্ আজ হলো বাক্যহীন।
কাব্যে অজ্ঞ আমি,ক্ষুদ্র অতি দীন।
কুসুম ফুটিলে বৃক্ষে,আমি নিতে জানি।
সযতনে গৃহে রাখি, ভরে কুসুম দানি।
আমি অপারগ বড়, কুসুম ফোটায়।
কাব্য কুসুম নাম তবু কবিতার পাতায়।
এ উপাধির যোগ্য আমি হই নি মোটে।
সামান্য গোটা কয়েক শব্দ মোর গাঁটে।
গুণীজনের আশিস দান সদা রবে মাথে।
কাব্য কুসুম কাব্য আমি, রাখিবো সাথে।


             -----


১৫-০৭-২০১৮ ইং ;
৩০ আষাঢ় ;  ১৪২৫ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
ভারত।