কাস্তেটা তোমার ভোতা হলো
হয়নি তাহাতে দেওয়া শান।
দিকেদিকে শুনি তারই ধ্বনী
আকাশে বাতাসে তারই নিশান।


রজনীর বাঁকা চাঁদের ফালিটি
দেখো এখনো আকাশে উঠছে,
তার চারিপাশে গগন শোভিতে
লাখো লাখো নক্ষত্র ফুটছে।


কেঁদেছে কতোকাল মুক্তির তরে
তোমার ধরার রক্তিম তারা।
ফসকা হাতের মুঠোর ফাঁকে
পেয়ে গেলো এবার ছাড়া।


হাতুড়ি ধূলায় রইলো পড়ে
হাতলে তার ধরেছে ঘুণ,
শহস্র জনতার প্রেমের ঘাতে
হাতুড়ি কেঁদে হলো খুন।


রচনাকাল :-
২৫-০৩-২০১৮ ইং,
১০ চৈত্র,  ১৪২৪ বাংলা।
ধর্মনগর;উত্তর ত্রিপুরা।
ভারত,