বুকের ভিতর হাজার কান্না ধিকিধিকি জ্বলে,
দূর আকাশে চাতক পাখী বৃষ্টি খু্ঁজে চলে।


আভরণ তার রংবাহারি অন্তর কালো ছাই,
দেশের কাজে মাতোয়ালী ঘরের বিচার নাই।


পথের পাঁচিল ঘাস ফুলেতে প্রজাপতির মায়া,
বৃক্ষরাজি মাথা তুলে ছড়িয়ে দেয় ছায়া।


মাথার ছাতা হারায় ষখন রোদ বৃষ্টি মেখে,
প্রকৃতির ঐ খেলা ঘরে উঁকি মেরে দেখে।


                          ........