লজ্জিত হয়ে লজ্জাবতী
লুন্ঠিত পদতলে।
বাড়বাড়ন্ত বনরাজী
দংশিল দাবানলে।


বটবৃক্ষ ছায়াতরু
দাঁড়িয়ে চিরকাল,
ঝড়তুফানে শক্তহাতে
মাঝি ধরে হাল।


বলদ লাঙল টানে
তাঁতি বুনে তাঁত,
বহুমূল্যবান জেনো
মৃত হস্তির দাঁত।


গাধারা দিবারাত্রি
গায়ে খেটে মরে।
টাকডুমাডুম বাদ্যবাজে
ঘোড়া চড়ে বরে।


হোকনাবড় লাটসাহেব
যতো বাড়িগাড়ী,
মৃতকালে বাঁশেরদোলায়
যাবে সবি ছাড়ি।


মানগরিমা আত্মাভিমান
নিথর দেহে  নাই।
সোনার অঙ্গ রূপ যৌবন
পুড়ে হবে ছাই।


     *****