কু ঝিক্ ঝিক্ ট্রেন চলে,
অল্প বিস্তর হেলেদোলে।
বাইরে বৃষ্টি মুষল ধারা
ভিজে হলাম আমরা সারা।
গরমেও নেইকো সুখ
ভিজেও আবার লাগে দুখ।
চা-কফি গরম গরম
ঝালমুড়ি লাগছে চরম।
হাত পাতে হিজরায়।
ফেরি করে ফেরিওয়ালায়।
অন্ধ বোবা ভীক্ষা খুঁজে
আমি লিখি মুখ বুজে।


১২-০৬-২০১৭ ইং ;
২৮ ই-জ্যৈষ্ঠ,  ১৪২৪ বাংলা ;
মনু, ধলাই ত্রিপুরা।