আসরটা বেশ জমেছে, তুমি কি একমত।
একটা একটা করে কংক্রিট বিছায়ে,
তাতে মনুর আলুথালু বালু,
আর সাধের চালনির সাধন,
পার্লারে যত্ন করে ফেসিয়ালে মতন।


শ্রম দিলে ফল পাওয়া যায়,
না হয় ফুল,পাতা,কান্ড, শেকড় কিছুতো বটে।
ছোঁচা ভূষি এরাও  মূল্য হীন নয়,অমূল্য।
নাই বা খোঁজলাম এভারেস্ট এর পাহাড়,
আমার পাশের বাড়ির পাশে গারই পাহাড়ই
আমার শতশত এভারেস্টের সমান।


সেখানেই খুঁজে নেবো হীরা জহরতের
বদলে ছোটবড় কংক্রিটের টুকরো।
সেখান থেকেই তুলে আনবো
আমাদের মৃত সঞ্জীবনী।


         ..........