কবি গুরু, লহ প্রণাম
আজি অরুণ আলোর প্রথম কিরণে
আমি সাজি লয়ে গেছি বনে।
তুলেছি কত ফুল
জুঁই,চাঁপা,বকুল
কন্ঠে তোমারি গান
একি লাবণ্যে পূর্ণ প্রাণ।
শুনি কান পেতে চারি পাশে,
তব গান বাজে আকাশে বাতাসে।
আমি মঙ্গল দ্বীপ জ্বেলে,
রয়েছি বসে তব পদতলে।
মালা গেঁথে দেবো তোমার গলে।
বিছায়ে দেবো ফুল তব চরণতলে।


২৫ শে বৈশাখ ১৪২৪ বাং;
০৯-০৫-২০১৭ ইং,
ত্রিপুরা, ভারত।