যতো সোজা ততো ব্যাঁকা
টানা লৌহ পথ।
একে বেঁকে চলছে গাড়ী
যেন জড়ানো লত।


লোহা গড়া দেহ তার
পাথর দেশে বাস।
শীত গরম টানছে গাড়ী
চলছে বারো মাস।


অন্ন জোগায় সহস্র মুখে
নিরলস তার কাজে।
দিবা রাত্রি নিত্য যাত্রী
ফেরি তার মাঝে।


চলছে গাড়ী কু ঝিকঝিক
সবুজ বনানী চিরে।
দেশ দেশান্তর স্বপ্ন রচে
লোহার গাড়ি ঘিরে।


কাশ বনের'ই সাদা ফুলে
হৃদে লাগায় দোলা।
সারা আকাশ মেঘে ঢাকা
মনটি আছে খোলা।


   *****