মাগো তুমি ঘুমের দেশে
হারিয়ে  গেলে অবশেষে।


কতো কথা আজও বাকি
চলে গেলে দিয়ে ফাঁকি।


শ্রাবণ মাসের ঝুলন ধরে
বিদায় নিলে রবির ভোরে


এখন তোমার কোমর খানি
কেমন আছে নাহি জানি


কোন শহরে কোথায় থাকো
চুল কাটতে কাকে ডাকো


নিত্য দিনের যতো আছে
চাইলেই পাও কার কাছে


স্বর্গেতে কি সত্যিই সুখ
মর্ত্যের মতো নাইকি দুঃখ


সকাল থেকে রাত ধরে
সেসব প্রশ্ন মাথায় ঘোরে।