হাজার তারা ভিড় করে রোজ
দূর আকাশের কোণে।
আজকে নাহয় কালকে যাবো
সব গুলোকে গুণে।


তেতুল গোলা জলেতে কতো
মেশা আছে ঘাম।
ফুচকা খেতে লাগছে কতো
সে ঘামেরি দাম।


দেখছি তোমার  চোখের পলক
ক্ষনে ক্ষনে বুজে।
কব্জা গুলো ঢিল হলে সই
পাবে না স্ক্র খোঁজে।


আম গাছে ঐ মুকুল এলো
ভ্রমরের গুঞ্জন।
কাদের বাড়ির কালো ভ্রমন
মালিক কোন জন।


মিছে চিন্তা মাথায় ঘোরে
রাত যখন বারো।
মশারিতে ঢুকলো মশা
মার গুলি মারো।