প্রাণের কিছু গভীর কথা,
বলতে সখী লাগে ব্যথা।
দ্রুত চলে কানাকানি,
সবার মাঝে জানাজানি।
এ কান থেকে ঐ কানে,
এ খান থেকে ও খানে ।
আসল কথা হারিয়ে গেলো,
মনগড়া সব কথা এলো।
আসলো আবার আবর্তনে,
বন্ধুর সনে পরিবর্তনে।
কেউ ভাংলো আপন মনে
কিছু জুড়লো নিজের গুণে।
যে যার মতো সাজিয়ে নিলো,
মুখ রোচক গল্প  দিলো।



১-০৮-২০১৭ ইং ;
১৫ শ্রাবণ,  ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা