তুমি করো না অবজ্ঞা প্রেমের ;
যাতে করে অনাদরে,অনাপ্রেমে
আমার হৃদয়ভূমি শুকিয়ে যায়,
সাহারা কিংবা থর মরুভূমির মতো।


আমায় দিয়ো না তুমি এতো প্রেম,
অতিপ্রেমেও হবে যে প্রেম বিস্ফোরণ।
চারিধারে জ্বালাবে অনল সে বিস্ফারণে।
আমি বিষাক্ত প্রেমানলে জ্বলে পুড়ে যাবো।


তুমি অতিপ্রেমে করোনা সৃজন প্লাবনের।
খড়কুটোর মতো ভাসিবো অকূল দরিয়ায়।
আমি জানি না তো সমুদ্র সন্তরণ।
অথৈ সমুদ্রতলেই হবে মোর লয়।


০২-১২-২০১৭ ইং ;
১৫ ই অগ্রহায়ণ   ;  ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
   ভারত।