মশা নামক পতঙ্গটি মহা ভয়ঙ্কর ;
মশার তরে আবিষ্কৃত ঘরের ভিতর ঘর।
ক্ষুদ্র প্রাণী উড়ে বেড়ায় আহারের খুঁজে,
ওদের দৌরাত্ম্যে রাখি দরজা জানালা বুজে।
ডেঙ্গু, ম্যালেরিয়া,ফাইলেরিয়ার বাহক,
জ্বর হলেই অনিবার্য রক্ত পরখ।
স্প্রে,মরটিন,গুডনাইট আছে ভাগা ভাগা,
মশা মারতে আরো আছে কতো কামান দাগা।
রক্ত চুষে, গায়ে পড়ে বিরক্তি কর নিশ্চয়।
কানের কাছে গুণগুণি সহ্য নাহি হয়।
মশা মারার অভিপ্রায়ে ব্রতী হই শেষে।
থাবা মেরে;মেরে ফেলে, দেবো শেষে পিষে।



০৮-০২-২০১৭ ইং ;
২৫ মাঘ,১৪২৩ বাং,
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
ভারত।