ছোটো ছোটো মৌমাছি
গুন গুন গুন করে।
ফুলে ফুলে ঘুরে বেড়ায়
সারা দিন ধরে।
ছোটো ছোটো মাথা তার
ছোট তার দেহ।
কতো না যত্নে গড়ে
সুকৌশলী গৃহ।
ছোট্টখাট্টো মুখ তার
তাহা ভরে ভরে।
মহা শক্তি ধর মধু
তুলে আনে ঘরে।
ছোট্ট যদি তবু তার
কাজ কর্মের বাহার।
শীত গ্রীষ্ম বর্ষা শরৎ
মধুই তার আহার।
বড় বড় মানুষ আজ
বড় মন্দ স্বভাব।
হাত পা সব থাকলেও
তবু তার অভাব।
শিখে না কিছু তারা
ক্ষুদ্র প্রাণী থেকে।
কর্ম শক্তি না দেখে
মধুই শুধু দেখে।


রচনাকাল :-
০৮-০৪-২০১৮ ইং
২৪ চৈত্র,  ১৪২৪ বাংলা,
ধর্মনগর,উত্তর ত্রিপুরা।
ভারত।