শরতের আকাশে
বাদলের গুরুগুরু রব,
ভোরের পাখিদের কূজন,
আর শিউলির সুবাস ,
ঢাকের বাদ্য,
পুরোহিত কন্ঠে মৃন্ময়ীর
মন্ত্র উচ্চারণ।
শব্দ তরঙ্গে ধ্বনীত
আগমনী গান।
সেই সুরে আকাশ
বাতাস, দূর-দূরান্ত
ব্যাপী মুখরিত,
গ্রাম-গ্রামান্তর থেকে
শুরু করে শহরের
অলি-গলি আনন্দ
আর আলোর বন্যায়
ভাসমান।


---------------------


২৭-০৯-২০১৭ ইং ;
১০ ই আশ্বিন   ;  ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
ভারত।