নারী,
একা থাকে.....
সে ভালো নয়.....
কুলটা...
দুঃশ্চরিত্রা/চরিত্রহীনা।
নিজেকে ধোয়া তুলসীপাতা
ভাবে যারা, এসব বলে।
ঈশ্বর প্রদত্ত চিন্তা শক্তির
মাথা খেয়ে, বাক্ শক্তির
অপব্যবহারে মত্ত।
নারী কেনো একা?
নিজেকে প্রশ্ন করো ;
উত্তর কি পেলে?
উত্তর মেলা ভার!
উত্তর বলি শুনো--
তোমরা পুরুষ এর দল
কেউ দাও নি একা নারীকে
স্ত্রী, বোন,মা হওয়ার অধিকার।
তাই তো পিসি,মাসি,কাকি
জ্যাঠী হতে পারলো না নারী।
একা তো থাকবেই !
আর চরিত্রহীনা, কুলটা....
নিজে নিজেই কুলটা
হতে কেউ পারে কি?
এর পেছনে'পুরুষ'
তোমাদেরই হাত বর্তমান।
রাতের আঁধারেই হোক
বা দিনের আলোয়
গোপনে ঘুরে বেড়াও
মধুপের মতো মধুর সন্ধানে।
ঘরে সুন্দরী স্ত্রী'র চোখে
ধূলো দিয়ে বারে বারে
হানা দাও নারীদের আস্তানায়।
বদকাজে লিপ্ত হয়ে
বদনাম করো নারীকে।
সমকাজে সমান নাম
হবে,মানো বা নাই মানো।
চলো,নিজেই নিজের
নামকরণ করো,
কোনটা পছন্দ...
কুলট/ দুশ্চরিত্র/চরিত্রহীন
কোনটা পছন্দ?
নিজের সঙ্গে ম্যাচ করে নাও।
নয়তো বন্ধ করো এসব
নোংরামি। নিংড়ে ফেলো
তোমার কুৎসিত ভাষা
উচ্চারক বাক্ যন্ত্র।
তারপর সকল কন্ঠে কন্ঠে
ধ্বনিত হোক শান্তির
ললিত  বাণী। সৌভ্রাতৃত্ব
বোধের পাশাপাশি শ্লোগান
হউক সৌভগ্নীত্ব বোধের।
নারীকে দাও তার যোগ্য
অধিকার।সমাজকে করো
সুন্দর, পবিত্র। শান্তির
বাতাবরণ বয়ে আনো
প্রতিটি সমাজে।দেশ
হবে নির্মল। আমাদের
আগামী প্রজন্মের
উত্তরাধিকারীরা তখন
জন্মগ্রহণ করবে এক
সুন্দর মানসিকতা নিয়ে।


--------------------


২৫-১০-২০১৭ ইং ;
৭ ই কার্তিক  ;  ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
   ভারত।