পোষ্টাল ব্যালটে ভোট দেবো
মনে ভীষণ আনন্দ।
চারিদিকে জমছে ভীষণ
আসছে ভোটের গন্ধ।
আমি হলাম প্রথম পোলিং
মকপোলের মাঝে,
কখন কি করতে হবে
নিলাম আমি বোঝে।
বাবা,কাকা,জ্যাঠা,পিসা
আরো যতো জন।
ভাই, বোন,ছোট, বড়
শুন দিয়া মন।
যে সব কাজ সারা জীবন
করে যেতো নর,
সে সব কাজে আজ নারী
সমান তৎপর।



রচনাকাল :-
১১-০২-২০১৮ ইং
২৮ মাঘ, ১৪২৪ বাংলা।
ধর্মনগর;উত্তর ত্রিপুরা।
ভারত।