শ্রাবনের পড়ন্ত বিকেল আকাশ গুমরে আছে
ঘরে ঘরে শ্রাবনী পূজার আড়ম্বর ,
বাজার-কুমার বাড়িতে ভক্তের ভীড়
শান্তিপুর্ণ দাম কষাকষি, কাড়াকাড়ি
জলপদ্ম ও শাপলার সুদিন আজ।
সাপ বাহিনী,জয় মা বিষহরি।


একদিন বাকি বগলেই শরৎ কাল
দিকে দিকে সমারোহ, মা আসছে ।
মিটিং পাড়ায় পাড়ায় ক্লাবে ক্লাবে,
নতুন নতুন জামা-কাপড় প্যান্ডেল বাঁধা
তেমন তোড়জোড় শুরু না হলেও


দাদাদের গায়ে নতুন গেঞ্জি পরনে সাদা ধুতি
সারাবাড়ি লেপাপুছা সাদা পেন্ডলে সাজানো,
পসরায় ভরা ভাড়ার ঘর
ফল মিষ্টি চিঁড়ে দই এর গন্ধে ভরপুর।  
চিঠি নিমন্ত্রণ লিষ্ট ধরে সারা হয়েছে,
আত্মীয় সজনের সরগরম
বাবার অস্থিরতা তটস্থ চলাচল হাহুতাশ......


দশভুজা দুর্গা মায়ের আগমনীর বার্তা নয়।
জন্মদায়িনী দশভুজার নিরঞ্জনের আয়োজন ।


               ********