যামিনীঅন্তে কঠোর ধ্যানে নিমগ্ন আজি।
মৌনী স্তব্ধ সারি সারি সকল বৃক্ষরাজি।
ক্ষুদ্র থেকে আর ক্ষুদ্রতর তৃনলতা ;
ত্যাজিলো সকলি সানন্দে নিজ চপলতা।
অন্যযত বৃক্ষদল করে নিরীক্ষণ।
আপন সত্ত্বা সব করিল সমর্পণ।
পক্ষীগনের হইল তাহা দৃষ্টি গোচর,
খানিক রঙ্গ করিব এসো সকল খেচর।
সঙ্গীত ধরে কোকিল পক্ষী ময়ূর করে নৃত্য,
দর্শনকৃত পক্ষীগনের জুড়ায় আপনার চিত্ত।
ধ্যানভঙ্গ করিবই শুনহ বৃক্ষ ঋৃষি :
পক্ষীগন নৃত্য করে সেজে উর্ব্বশী।


০৮-০৫-২০১৭ ইং
২৪-শে বৈশাখ ১৪২৪ বাং
ধর্মনগর,উত্তর ত্রিপুরা।