হিসেব করেও, হিসেব যখন মিলেনা জীবনের, নিজেকে কেমন অজ্ঞ লাগে।
বড় অভিশপ্ত জীবন মনে হয়।
নিরাশে নীরব হয়ে নিরালায় রই।
অবশ হয়ে যায় অনুভূতি।


চাওয়া পাওয়ার মাঝে ব্যবধান
সেতু হীন নদী, বা দুই পাহাড়ের চূড়া।
কানে গজল হয়ে ভেসে আসে
স্বপ্ন ভাঙ্গার মুহুর্মুহু আর্তনাদ  ।


বড্ড বেহিসেবী আক্কেল আমার।
আবারও বসি হিসেবের খাতা খুলে।
এবার সমর্পণ করি নিয়তিদির কাছে,
দূর থেকে দেখি তিনি কেমন হিসেব করেন।