অপরিচিত যান,
                     নাম ওলা।
        শুনেই কেমন ঝটকা লাগলো।
সেলফোনে রেজিস্ট্রেশন করে নিলাম,
                 ডেকে ও নিলাম।
বা,চমৎকার! ঐযে আসছে দেখতে পাচ্ছি।
আর এক মিনিট বাকি,এইতো ওলা হাজির।
                    চালক তামিল,
বাংলা, ইংলিশ ও হিন্দী কিছুই বুঝে নাকো।
চালক চিনে না অ্যাপোলো মেইন গ্রিমস্ রোড।
                   প্রয়োজন কি তাতে।
তার বাহক ওলা সব ভাষা জানে,সব স্থান চিনে।
ওলা মধুর কন্ঠে সব কিছু বলে বলে চলে।
                  ওলার শীতল পরশ-
চেন্নাই এর তপ্ত গরমে স্বর্গ বাসের অনুভব হতো।
কান ওলায়,চোখ শহরের সৌন্দর্যে বিমোহিত।
                 দূরন্ত গতিতে ছুটে,
পেছনে ফেলে যেতো বড়বড় দালান,মল ইত্যাদি।
প্রথম হলেও জানতে পারতাম গন্তব্য কতদূর।
                 নিশ্চিন্ত-নির্ঝঞ্ঝাট।
ওলার সাথে ক'দিন আষ্টেপৃষ্ঠে ছিলাম বাঁধা ।
বাড়ি ফিরে এসেছি, কিন্তু ওলা বড্ড মিস্ করছি।
              ওলা, আমার কবিতার আসরে
                   রেখিছি তোমার স্থান।


২৮-০৭-২০১৭ ইং ;
১১ শ্রাবণ,  ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা