ঔঁ নম: শিবায় এ মধুর মন্ত্রের ধ্বনি;
আকাশে বাতাসে আজ হয় প্রতিধ্বনি।
নীলকন্ঠ তুমিই বাবা ত্রিশূল ধারী
ডমরু হাতে তুমি সর্ব দুঃখ হারি।
তুমি যে শ্মশান বাসী সর্ব অঙ্গে ছাই,
বাঘের ছালের বস্ত্র পরিধেয় চাই।
গলায় রুদ্রাক্ষের সাথে সাপের মালা।
মাথায় জটারাশিতে অর্ধ চন্দ্রকলা।
কার্তিক গনেশ পুত্র, স্ত্রী পার্বতী যার
বাড়ি কৈলাশ আর বাহন নন্দি ষাঁড়।
ত্রিনয়ন তুমি বাবা এই ধরাধামে
মঙ্গলময় হয় সব তোমারি নামে।
গঙ্গানদী ধারক, তুমি যে গঙ্গাধর,
সবে যেন ভালো থাকি এই দাও বর।




রচনাকাল :-
১৪-০২-২০১৮ ইং
১ ফাল্গুন,  ১৪২৪ বাংলা।
ধর্মনগর;উত্তর ত্রিপুরা।
ভারত।