পাশে থেকো সদা তুমি বসন্ত সমীরে
নাহি যেও দূরে সরে দুর্দান্ত সমরে।
পাড়ি দিতে পারি আমি সমুদ্র ও নদী,
প্রচন্ড তুফান বান তাও আসে যদি।
হোক না যতোই  কালো তুফানে গগন,
তবু অনড় আমি সংকল্পে মগন।
যতোই আঁধার হোক বিভীষিকা রাত,
সব বাঁধা দলে যাবো যদি ধরো হাত।
দুর্গম পথ যতো আছে এই ধরায়,
টলবো না বন্যায় টলবো না খরায়।
আসুক যতোই বাঁধা জীবনে মরণে,
সবই ছিঁড়ে নেবো যদি রাখো স্মরণে।
দূরে নয় কাছে বন্ধু যতো তুমি রবে,
জয়ের স্বর্ণ চূড়া মাথায় ঝলকাবে।


রচনাকাল :-
৩-০২-২০১৮ ইং
২০ মাঘ, ১৪২৪ বাংলা।
ধর্মনগর;উত্তর ত্রিপুরা।
ভারত।