আসর স্পর্শ পেতে মন চায় না,
সিঁড়ির নীচেই আমার স্বর্গ।
আকাশ ছোঁয়ার স্বপ্ন এখন কঙ্কাল।
আকাশে শুধু ধুধু উষ্ণতা।


ছোট্ট কুঁড়েঘরে আছে সজীবতা।
মাটির প্রদীপ,
শিখারা নাচছে আঁচল দুলিয়ে।


ভাঙ্গা বাঁশের বেড়ার ফাঁকে,
অবাধে আসে যায় শীতল বাতাস।


আগাছায় কতো আর মূরছা যাবে,
সতীদাহ সম পতঙ্গের স্বেচ্ছায় দহন
পর নব জন্ম লাভের মোহে
যদি পায় জীবন আমার মতো।