পেঁয়াজ এমন বাড় বেড়েছে
ছিলোনা তো জানা।
হঠাৎ দাম চড়ে উঠেছে
যেন কাঁচা সোনা।


বিয়ের মরশুম মাছে মাংসে
নেইকো এর জুড়ি।
পেঁয়াজ বিনা জমবে কেমন
ঝাল চানাচুর মুড়ি।


কর্তা গিন্নী ত্রস্ত্র বেজায়
বাজারের এই হাল।
পেঁয়াজ ছাড়া কোনোভাবে
কদিন দেই সামাল।


কিপটে কর্তা পান্তা খেলো
পেঁয়াজ দেখে দেখে।
বারো মজায় পেঁয়াজ খাবে
ওঠলো খোকা বেঁকে।


এক রত্তি মেয়ে বলে
দাওনা একটু ছিঁড়ে।
জাতি দিয়ে কুটো তারে
কুচি ঝিরঝিরে।


সিঁদল পোড়া খাবে গিন্নীর
জিবে এলো জল।
পেঁয়াজ গেলো কর্তা মশাইর
চোখ জোড়া ছলছল।


পল্টুর বউ ধীরে ধীরে
বলে একটু কেশে ।
একটি পেঁয়াজ দাওগো মাসী
শোধ করবো শেষে।


সত্যি বউ লজ্জা দিলি
একটি পেঁয়াজ চেয়ে।
তোদের ঘরেই পেঁয়াজ চাইতে
যাচ্ছিল মোর মেয়ে।


            *****