পি সি চন্দ্র নাম তোমার
মস্ত যাদুকর।
বিশ্ব ব্যাপী যশ তোমার
সারা বিশ্বে ঘর।
যখন আমি ছোট্ট খুকী
মায়ের কোলে বসে।
তোমার যাদু দেখতে এসে
মার খেলাম কষে।
যাদুর মাথামুণ্ড তখন
বুঝতাম কি ছাই।
মায়ের সাথে কি যন্ত্রণা
করেছিলাম তাই।
বন্দি দশায় শান্তশিষ্ট
কোন বা শিশু রয়।
শিশুমন চঞ্চলমতি
ছিলো নাতো ভয়।
বড় হয়ে চিনলাম তুমি
বিশ্ব যাদুকর ।
তোমার যাদুর যশ খ্যাতি
সারা দুনিয়া ভর।
সেই থেকেই প্রতিক্ষা
চলছে অবিরত।
প্রতিক্ষায় প্রতিক্ষায়
দিন গেলো কতো।
অবশেষে সব গানেরই
শেষের সুর বাজে।
তোমার যাদু দেখতে পেলাম
ধর্মনগরের মাঝে।
নেই তুলনা নেই ছলনা
ভালোবাসায় ধরা।
যাদুর খেলায় মজে এই
সন্ধ্যে হলো ভরা।


------------------