নিঃসঙ্গ আমি
রয়েছি সঙ্গ হারা।
ভরা হেমন্তে
ঘন বাদল ধারা।


আপন আলয়ে
আপনারে লয়ে যবে।
প্রিয় আসে
মনে মোর নীরবে।


বেলা কতো
কাটিলো বঁধুয়ার সনে।
বলিলাম যতো;
কথা ছিলো মনে।


কতো পথ
চলেছি প্রিয়ার সাথে।
বাদলা রাতে
হাত ধরে হাতে।


টিপটিপ বৃষ্টি
মুখ বেয়ে পরে।
ধরিল ছাতা
বঁধুয়া মাথার 'পরে।


রাতের আঁধার
হলো গো মধুবন।
পথের কাদা
হলো বাটা চন্দন।


---------------


২১-১০-২০১৭ ইং ;
৩ রা কার্তিক  ;  ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
   ভারত।