একটি দিব্য প্রয়াণ,
দিয়ে গেলো দীর্ঘ পরিচিতি।
প্রাণের পরশে নয়,
মৃত্যুর পর,
মৃত্যুর বিনিময়ে।


নজরেতে নজর,
হাতেতে হাত,
পায়ে পায়ে পথ চলা,
চায়ের পেয়ালা হাতে কবিতার আড্ডা,
না, না তা প্রশ্নের অতিত।


তবু ও আলাপের আলোকে,
আশির দশক থেকে শুরু করে
দিব্যি রসদ ঢেলেছো সভার মাঝে,
চশমা চোখে লাগছে
কতো কালের চেনা।
এই প্রয়াণ কাম্য ছিলো,
নয়তো আজও অজ্ঞাত থেকে যেতে,
নব জীবনের সূচনা
প্রয়াণ থেকেই শুরু,
প্রয়াণ থেকেই জীবন।


      *******