রূপ, তুমি স্বার্থপর, বেইমান,
প্রতারক, বিবেকহীন ।
তুমি ছিলে সাথী হয়ে
আমার কম বয়সের
সময়কালে, যখন
আমার হাতে পায়ে ছিলো
পাহাড় টলানোর তাগত।
মন ছিলো চঞ্চল,উদ্দাম।
প্রাণে ছিলো উৎসাহ।
আমার আশেপাশে
ছিলো আরো অসংখ্য
সুখের পায়রা।যখন
তখন ডানামেলে
উড়ে বেড়াতো
আমার আকাশে।
দিনরাত কেটেছে
চাঁদের হাটে।
শত ব্যস্ততায়
অণু পরিমাণ
অবহেলা করেছি কি!
তোমার পরিচর্যায়।
আজ আমি বয়সের
ভারে নূহ্য। হাতে,পায়ে,
গতরের নেই সে জোর।
স্বজন-কুজন বাড়িয়েছে
দূরত্ব। আমার আশ্রয়ে
ছিলো যারা, আমায়
আশ্রিত করেছে আজ।
তুমি ও তো তাই!
অনুসরণ করেছ
অনুচরের মতো।
কতটি বছর আদরে-
সোহাগে রেখেছি,
সামান্যতম আঁচ
থেকে রেখেছি
বহূ দূরে।আজ
সুখের পায়রা তুমি
চলে গেছো উড়ে উড়ে।
নির্দয়া, তুমি বড় নির্দয়া।



০৩-০৯-২০১৭ ইং ;
১৭ ই ভাদ্র  ;  ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
ভারত।