আহার বিহার শয়ন স্বপন
সবার হৃদয়ে লাগে ভালো।
আঁধার চিত্র আঁকিলো যারা
আপন আলয়ে জ্বালিয়ে আলো।
সজনের কখনো মিলেনা সাড়া
দানব গ্রাসিতে আসিলে পরে।
বহিলে বাতাস মলয় সমীর
সুভাস ঘুরিয়া বেড়ায় দ্বারে।
তমসাবৃত রজনী গন্ধা
গন্ধ ছড়ায় ভুবন জুড়ে।
ধবধবে সাদা রঙ্গের গড়ন
দেখিলো নয়ন ঊষা ভোরে।
রূপে কিবা আসে যায়
গুণগান গাই শুধু তার।
বিলিন হয়ে বিলায় যেজন
হাসিয়া নেয় ফাঁসির হার।