সুবর্ণ বেলা যায়,
বহিয়া হেলায়।
নিরবধি ছড়ায় মত্ত
সংসারের খেলায়।


বয়স লিঙ্গ ভেদে
খেলার রূপান্তর ,
সকল সুধি জনে
খেলেন নিরন্তর।


জোরদার চলে খেলা
প্রতিযোগী স্বজন।
বন্ধু বান্ধব সকলি
খেলাতেই মগন।


কখন কাটিলো সময়
খেলিতে খেলিতে।
সকলি চলিয়া গেলো
ফেলিয়া নিভৃতে।


উঠিয়া চলিলো গৃহে
চালায়ে চরণ।
খেলার হলো শেষ
ঘনালো মরণ।


  ****


রচনাকাল :-
০১-০৫-২০১৮ ইং
১৭ ই বৈশাখ ,  ১৪২৫ বাংলা,
ধর্মনগর ,উত্তর ত্রিপুরা।
ভারত।