নিবিড় ঘন আঁধার যখন
ভুবন ছিল ছাওয়া।
চাঁদনি রাতে জ্যোতি সম
তোমায় কোলে পাওয়া।
ঝড় তুফানে প্রবল দাপট
ঘর হলো ছারখার।
খড় কুটোকে আঁকড়ে ধরে
গড়েছি বার বার।
বানের স্রোতে যাইনি ভেসে
আগলে বুকের ধন।
তুইতো আমার একাই একশো
তুইতো হাজার জন।
ধন্য মায়ের ধন্য জীবন
কোলে পেয়ে তুকে।
সার্থক হোক জনম তোমার
এই ধরনীর বুকে।


        ********


২৪/০২/১৯৯৯ আমার ছেলের জন্ম, আমি ত্রিপুরাতে আর সে চেন্নাইতে পড়াশোনা করছে,
তার জন্মদিনেে কি আর দেবো ছোট্ট কবি হিসেবে।
এটুকুই আয়োজন করছি মাত্র। ধন্যবাদ সবাইকে এবং আশীর্বাদ করবেন।