আমার শেষ চোখ বুজবে যখন
আকুল ভাবে  চাইবো
তোমার দুগাল বেয়ে দুফোঁটা
অশ্রু ঝরুক আমার নিথর দেহে।


দেখবো না জানি তবুও
নিস্তেজ অনুভূতি নিয়ে
একান্ত অনুভব করবো
আমার অস্তিত্ব।


হানাদার করোনার হানা
এপথে নিত্য আনাগোনা,
দারোয়ান বাড়ি গেছে
ফটক পাহারায় মেটেলের তালা।


গনহারে বিরাট চুল্লীতে অসম্মানে
দেহ দিতে পারবো না কিছুতেই ,
সব কাজ সারা হয়নি এখনো
আরো পথ বাকি আছে,
আমার রথের চাকার ধুলো উড়ুক
খই'র আঁচল বিছানো পথে।


            ****