মিছে কেন কেঁদে মরিস
এই অম্বর তলে।
নির্জনে একাকী বসে
কাঁদিস শালবন মাঝে।
ওরে, আয় তুই ঘরে ফিরে।
জানি অন্তরে তোর
বাজছে বিয়োগের সুর।
উথলি উঠিছে বক্ষে
স্বপ্নভঙ্গের কল্লোল।
অঝোরে ঝরছে ধরায়
অস্ত্রধারা।নাহি শান্তনার
বানি তোরে শুনাবারে।
তুই বলেছিলি সব শেষ।
নহে,নহে, এ নহে শাশ্বত।
শেষ হয়নি অধিক। নতুন
প্রারম্ভে ছেড়ে দিতে
স্থান ; শুধু পুরাতনের বিদায়।
চলে আয় ঘরে তুই। তোর
তরে চাহিয়া নতুনের
প্রতিক্ষা। আয় ঘরে,তোল
ডালা। প্রস্তুতি বরণের।
যেখানে হয়েছে শেষ,
সেই শেষের রেশ ধরেই
শুরু হবে আবার নতুন
জীবনের।


২৪-০৬-২০১৭ ইং ;
৯-ম আষাঢ় ,  ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা।
নিজ বাসভবন।