কনক তুলেন কনক বাবু,
কন্টকে তায় করলো কাবু।
কন্ঠে তাঁর ভৈরবীরাগ,
সুরের তালে দুলছে বাগ।


গুনগুনগুন ধায় ভ্রমরা,
এ যেন গো সুর অমরা,
ঝনঝনানো ঝরে জল,
শিশির সিক্তা পাপড়ি দল।


প্রজাপতি উড়ছে ভীষণ,
শুঁয়াপোকা ছাড়লো বসন।
কনকবাবু সাজি হাতে,
দাঁড়িয়ে দূর দৃষ্টি পাতে।


শঙ্খ কাঁসর বাজছে দূরে,
হুলোধ্বনি বাতাস চিরে।
কনকনানি শিতের ঘায়  ,
মৌমাছি দল মধু খায়।


রবির কিরণ আছড়ে পড়ে,
কনক কলি মাথা নাড়ে।
শিশির ঝরে বিন্দু বিন্দু,
লাগছে যেন মুক্তো সিন্ধু।


        -------