শুধু অজুহাতের
পর অজুহাত ;
সময় নেই। শুনে
আসছি সেই শৈশব
থেকে আজ অবধি।
বিভিন্ন সময়ে,বিভিন্ন
ভাবে,ভিন্ন ভিন্ন
লোকের মুখে।
সময় থাকবে কেন?
প্রতি পলকে নতুন সময়
আসবে যাবে, এই তো
রীতি। সময় গড়িয়ে যাবেই।
সময়ের দোহাই মূর্খতা,
অলসতা বৈকি। এড়িয়ে
যাবার বাহানা মাত্র।
সময়ের অজুহাত,
অজুহাতই সার।
সময় কারো থাকে না;
কখনো থাকবেও না।
সময় সন্ধানিরা প্রতি মুহূর্তে
সময়কে বন্দী করে
নিজের কর্মের মাঝে।
আপন চেষ্টায় সময়কে
ধরে নেয় সময় মতো।
তাই সময়কে সময়
করেই নিতে হবে।


২৪-০৮-২০১৭ ইং ;
৭ ই ভাদ্র  ;  ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
ভারত।