হায় রে হায় রে হায়
মনুষ্য জাতি।
বৃথা দম্ভ বৃথা সব
নাম,যশ খ্যাতি।
আজকের ক্ষমতা তোমার
রাজনীতির কারণ।
ক্ষমতা নেবে ওরা
করিয়া হরণ।
আজ তোমার কর্মের জোর
মুখের জোর যতো।
তোমার পেছনে লোক
ছোটে মরে শত।
হাতেপায়ে তেল মেরে
কাজ হাসিল করে।
সকাল বিকাল রাস্তার ঘাস
পায়ে পায়ে মাড়ে।
তোয়াজ করে তোমায় কতো
নানা দ্রব্য দিয়া।
কতো প্রতিশ্রুতি তোমায়
দিলো যে যাচিয়া।
যখন তোমার আসনখানি
হয়ে যাবে খালি।
কেউ রাখবে না কোন কথা
দেবে শুধু গালি।



২২-০৮-২০১৭ ইং ;
৫ ই ভাদ্র  ;  ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
ভারত।