শেষবারের মতো বহিয়া চলো
ঝরো ঝরো বারি ধারা।
তোমার হৃদয়ের প্রেম বারি ঢালো
সিক্ত করো তপ্ত বসুন্ধরা।
চলে যাবে ঐ দূরের সীমানায়
যেথায় আছে তোমার ঘর।
ছিলে বহুদিন আপনার করে
তোমার গগন হবে যে এবার পর।
আজ শেষ শ্রাবণ দিনে শোনা যায়
দিকে দিকে মা মনসার জয় গান।
সে গানের মূর্ছনায় বাজিছে যেন
তোমারি প্রশ্রান্ত সুনিশ্চিত প্রয়াণ।
গুরুগুরু রবে তোল আবার ঝঙ্কার
যতো আছে তোমার মনের আকুতি।
অভিমান লয়ে যেও না গো শ্রাবণ
আসিও পুনঃ ফিরে রইলো মিনতি।


১৮-০৮-২০১৭ ইং ;
১ভাদ্র;  ১৪২৪বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
ভারত।