তোমার রক্ত বর্ণের গোলাপ,
রাতের নক্ষত্র সম
আমার আকাশ চূড়ায়।
বিস্তীর্ণ মনভূমি জুড়ে
সুবাস ছড়ায়।
বৈশাখের তপ্ত সমীরণ ;
বৈদ্যুতিক পাখার ঘূর্ণন শব্দ ,
মন খোঁজে চলে
পার্বত্য সৌন্দর্য ছবিমূড়ার
কলকল ঝর্ণাধারার জলকল্লোল।
রাশি রাশি সৃষ্ট জল বুদবুদ
নিমেষে মিলিয়ে যায় কোন ঠিকানায়।
মনোরম প্রকৃতির আলাপন,
আর নৌকা বিহার....
প্রেমিক হৃদয় মেতে উঠে
নবনব সৃষ্টি সুখের উল্লাসে।


               -----