রঙমহলে সাজলো কনে,
রং লেগেছে পলাশবনে।
লাল পলাশী পড়লো শাড়ী।
যাবে বুঝি শ্বশুর বাড়ী।


বাঁশ বাগানে শেয়াল নাচে,
পেচকমশাই মুচকি হাসে,
ইঁদুর বেড়াল করছে খেলা,
চাষি বুঝ এবার ঠেলা।


মানুষ আজ বনচারী,
প্রতিদিন প্রায় অনাহারী।
স্বপ্নে বাদর করছে আশ,
মঙ্গল গ্রহে করবে বাস।


       ......