বৈশাখী বাদল দিনে
          বারি ধারা ঝরে।
বধুয়া বিহনে মন
          স্থায়ী নাহি ঘরে।
দূর দূরান্তে ছুটি
           বেড়াই খুঁজে কাহারে।
ঘুম ঘোরে স্বপনেতে
           খুঁজে পাই তাহারে।
আবেশেতে ধরা দেয়
           মুদি যবে আঁখি,
হায়! বধু জাগরণে,
            কেন দাও ফাঁকি।



রচনাকাল :-
০২-০৫-২০১৮ ইং
১৮ ই বৈশাখ ,  ১৪২৫ বাংলা,
ধর্মনগর ,উত্তর ত্রিপুরা।
ভারত।