বপন করেছি আমি;রিষ্টপুষ্ট স্বপ্নের বীজ
              বহু যত্নে ধীরে ধীরে।
যাই নি কোথাও ছেড়ে,সতন্ত্র পাহারায় সতর্ক
              রয়েছি কাছে দূরে।
তিলেতিলে বেড়ে বীজ থেকে অঙ্কুরিত হয়ে  
            পরিণত হলো চারাগাছে।
সতর্কতা সদা গোমাতা কিংবা আগাছায়
                নষ্ট করে পাছে।
মায়ার বেড়া জালে রচনা করেছি প্রাচীর
                এর চারিধারে।
রোজ রোজ মেপে দেখি কতো বড় হল
             ছুটে যাই ওর কিনারে।
হেথায় উঠিল কালো দানবসম প্রলয়ঙ্করী
                 ঝড়ো হাওয়া।
আমি দেখিনি মোহের আচলে মোর চক্ষু দুটো
                  ছিলো যে ছাওয়া।
কানফাটা বজ্র নিনাদ সহ চোখ ঝলসানো
             আলোকের ঝলকানি।
বিদ্যুৎপৃষ্ঠ হয়ে তচনচ হয়ে গেল আমার
              স্বপ্নের বাগানখানি।


২১-০৫-২০১৭ ইং ;
৬-ষ্ঠ জ্যৈষ্ঠ, ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা